চাকরি পেতে বাবাকে খুন!

0
2

ফের চাকরির লোভে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। লোভ বড় বিষম বস্তু। আর সেটা যদি সরকারি চাকরির লোভ হয়, তাহলে সেটা যে কতদূর যেতে পারে, তার উদাহরণ মিলল ছত্তিশগড়ে।
নিয়মানুযায়ী, চাকরিরত অবস্থায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের যোগ্য প্রার্থী সেই চাকরি পেতে পারেন। এই সুযোগকে কাজে লাগাতে ছত্তিশগড়ের জসপুর জেলার সান্না গ্রামে বাবাকে খুন করলেন ছেলে।

সান্না গ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতেন মহাবীর সাই। রবিবার গ্রামের কাছে জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আগামী সপ্তাহেই অবসর গ্রহণ করার কথা ছিল মহাবীরের। তাঁর ছোটছেলে জীবন সাইকে জিজ্ঞাসাবাদ করায় তিনি অসংলগ্ন কথা বলেন। এতে সন্দেহ হয় তদন্তকারীদের। জেরার মুখে শেষ পর্যন্ত জীবন সাই স্বীকার করেন, সরকারি চাকরি পেতে তিনিই তাঁর বাবাকে খুন করেছেন। গুণধর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আসানসোলেও রেলের চাকরি পেতে বাবাকে খুনের অভিযোগ ওঠে পুত্রের বিরুদ্ধে।

আরও পড়ুন-সীমা ছাড়িয়ে যাচ্ছেন, নাম না করে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর