কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পথ অবরোধ

0
2

কলেজ স্ট্রিটে পথ অবরোধ করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দাবি, সেমিস্টার পিছোতে হবে। তা না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছে তারা। নির্দিষ্ট সময়ের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা আয়োজন করতে চাইছে। পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তারা নিতে পারেনি। সেক্ষেত্রে কোনভাবেই নির্দিষ্ট সময়ের আগে সেমিস্টার তারা মানবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি বলা সত্বেও, কোনও সুরাহা হয়নি। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদের দাবি না মানে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।

একদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। তারই ২০০ মিটারের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের অবরোধ সামলাতে নাজেহাল পুলিশ প্রশাসন। পথ অবরোধ থাকায় কলেজ স্ট্রিট চত্বরে ব্যাপক যানজট তৈরি হয়েছে।

আরও পড়ুন-কেন রাফালে ধাক্কা খেল বিরোধীরা?