ফের রেললাইনে ফাটল। এবার ঘটনাস্থল টিটাগড় স্টেশন। প্ল্যাটফর্মের চার নম্বর রেললাইনে ফাটল দেখা যায়। এর জেরে সকালে থেকে ওই লাইনের ৪০ মিনিট দেরিতে চলছে ট্রেন। বৃহস্পতিবার, প্রথমে ৪নম্বর লাইন দিয়ে ট্রেন চলছিল। কিন্তু ফাটল দেখা যাওয়ায়, পরবর্তী সময়ে দু’নম্বর লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। দ্রুত মেরামতি করে, ট্রেন চালানোর চেষ্টা হচ্ছে।
আরও পড়ূন – আবু হাসেমকে সিবিআই তলব





























































































































