শিশুদিবসে নবান্নে কচিকাঁচারা, উপহার দিলেন মুখ্যমন্ত্রী

0
2

নবান্ন প্রশাসনের প্রধান কার্যালয়। কিন্তু সেখানেও ছোটোদের কলতাল। বৃহস্পতিবার শিশুদিবস। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল বেলতলা গার্লস সহ বিভিন্ন স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া। একেবারে মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে পড়ে তারা। খুদেদের সঙ্গে গল্প করেন মমতা। গান, কবিতা, সাহিত্য তাঁর প্রিয় বিষয়। প্রচুর কবিতা লিখেছেন তিনি। গান লিখেছেন, সুর দিয়েছে। বৃহস্পতিবার ছোটরা তাঁকে গান, আবৃত্তি শোনায়। গল্প করে। তবে খালি হাতে কাউকে ফেরাননি মুখ্যমন্ত্রী। উপহার স্বরূপ ছোটদের হাতে তুলে দিয়েছেন ব্যাগ, টেডিবিয়ার, ফুলের তোড়া। আর একটা বিশেষ দিনে খাওয়া-দাওয়া হবে না, তা তো হয়? বাচ্চাদের পছন্দমতো খাবারের প্যাকেট দেওয়া হয় প্রত্যেককে।
মুখ্যমন্ত্রীর পদ বা তার গুরুত্ব এই ছোটরা কতটা বোঝে জানা নেই। তবে মাটির কাছাকাছি থাকা একজন মানুষকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে, তারা যে মুগ্ধ সেটা প্রকাশ পেয়েছে তাদের খুশিতেই। খুদে পড়ুয়াদের সঙ্গে দেখা করার পরে, সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন-১৮ বছরের মেয়ে বানালেন পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ–বান্ধব স্যানিটারি ন্যাপকিন