আজ, ১৪ নভেম্বর। ২ বছর আগে এই দিনেই GI(জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) তকমা পায় ‘বাংলার রসগোল্লা’। তারই উদযাপনে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনা পয়সায় রসগোল্লা খাওয়ানোর আয়োজন করেছেন মিষ্টান্ন বিক্রেতারা। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির আওতায় জেলায় জেলায় যে সংগঠনগুলি রয়েছে, তাদেরই কিছু দোকান মূলত এই মিষ্টিমুখের আয়োজন করেছে।
রাজ্য সরকারও আজ থেকে কলকাতায় রসগোল্লা উৎসবের উদ্যোগ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা চূড়ান্ত রূপ পায়নি। তবে মিষ্টান্ন বিক্রেতারা আজ রসগোল্লার জন্মদিন পালনে উন্মুখ।





























































































































