বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার চাঁদনিচক এলাকায়। বুধবার, কলকাতা পুরসভা অভিযান ছিল তাদের। পুরসভা যাওয়ার আগেই চাঁদনিচকে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়। বাধা পেরিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়া হয়। শেষে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। ধস্তাধস্তিতে আহত হন কয়েকজন বিজেপি নেতা-কর্মী। এরপর রাজু বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে আটক করে পুলিশ।


আরও পড়ুন – দল দেখে নয়, সবাইকে ত্রাণ দিতে হবে, বসিরহাটে নির্দেশ মুখ্যমন্ত্রীর






























































































































