আমাজনের আগুন এখন নেভেনি, এরই মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। সেই দাবানলের আওতায় পড়েছে বৃহত্তর সিডনি, হানটার, ইলাওয়ারা ও শোলহেভেন অঞ্চল। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার ব্রিগেড।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্যোগে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন।
অন্যদিকে, দিনভর সিডনি ও শহরতলির আশপাশের এলাকায় আতঙ্ক থাকলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেশকিছু বাড়িঘর পুড়ে যাওয়া ছাড়া কোনও এখনও হতাহত বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে সর্তকতামূলক ভাবে জনবহুল সিডনি-সহ নিউ সাউথ ওয়েলসের ৬০০-এর বেশি স্কুল এদিন বন্ধ ছিল। বিভিন্ন এলাকায় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ থাকায় বিপুলসংখ্যক মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৭৫টি জায়গায় এখনও ভয়ঙ্কর আগুন জ্বলছে। তার মধ্যে ১০টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ।
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকলকর্মী। এদিন নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, তবে সন্ধ্যার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। অতিরিক্ত বাতাসের কারণে দাবানল আরও বাড়তে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর। সর্তকতা অবলম্বনে এখনও জরুরি অবস্থা জারি রয়েছে দাবানল অধিকৃত রাজ্যগুলিতে।




























































































































