সরকার গঠন নিয়ে অনেক টালবাহানার পর মহারাষ্ট্রে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। আর এই সিদ্ধান্তকে নিন্দনীয় বলে আখ্যা দিল কংগ্রেস। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের গাইড লাইন মানেনি রাজ্য বিজেপি। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর আজ, মঙ্গলবার মুম্বইয়ে কংগ্রেস-এনসিপি বৈঠকে বসে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করে দুই দলের শীর্ষ নেতারা একথা জানান। উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল প্রমুখ।
এই বৈঠকেই তোপ দাগেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। তিনি অভিযোগ করেন, সব দলকে ডাকলেও কংগ্রেসকে রাজ্যপাল সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানাননি কেন? তবে এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোট নিয়ে কোনও কথা হয়নি বলেই জানা যাচ্ছে।
সরকার গঠন প্রসঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ার জানান, সরকার গঠন নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে। তবে তিনি এও বলেন, জোটসঙ্গী বলে আগে কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়েছে। পরে শিবসেনার সঙ্গেও কথা হবে। পুরো বিষয়টির দিকে নজর রাখছে সব পক্ষই।































































































































