শুরু হয়েছে ২০৭ বছরের প্রাচীন কোচবিহার রাসমেলা ও উৎসব। মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা কোচ রাজপরিবারের হাত ধরে ঐতিহ্যবাহী এই উৎসব এখন পরিচালনার দায়িত্বে কোচবিহার পুরসভা। গতকাল, কোচবিহার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এই রাস মেলার শুভ সূচনা করেন। যেখানে রাজ্যের মন্ত্রী থেকে বিভিন্ন দলের বিধায়ক ও অন্যান্য অতিথিরা আমন্ত্রিত ছিলেন। কিন্তু আমন্ত্রণপত্রে নাম ছিল না জেলার একমাত্র সাংসদ নিশীথ প্রামানিকের।
যদিও সেসব তোয়াক্কা না করে বুধবার চল্লিশটি ঢাক বাজিয়ে রাজ বেশে কোচবিহারের মদনমোহন মন্দিরে এসে পুজো দিলেন কোচবিহারের সংসদ সদস্য বিজেপির নিশীথ প্রামানিক। জানা গিয়েছে, মদনমোহন দেবের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন একটি সোনার বাঁশিও।





























































































































