বুলবুল তাণ্ডবের প্রাথমিক খতিয়ান দিল সরকার।
সাত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার।
ত্রাণ শিবির বা অন্যত্র সরানো হয়েছে ১লক্ষ ৭৮ হাজার মানুষকে।
ক্ষতিগ্রস্থ ৬০হাজার বাড়ি
৪৭১টি ত্রাণ শিবির খোলা হয়েছিল। মানুষ সেখান থেকে ধীরে ধীরে বাড়ি ফিরছেন।
রান্নাঘর খোলা হয়েছিল ৩২৩টি
নৌকা ছিল ৯৪টি
চার জেলায় ব্যাপক ক্ষতি শস্যের
সুন্দরবনের ম্যাংগ্রোভ অরণ্যের ব্যাপক ক্ষতি
ক্যুইক রেসপন্স টিম দ্রুত কাজ করে দুই ২৪পরগণা ও পূর্ব মেদিনীপুরে ৩৪টির মধ্যে ৩০টি সাব স্টেশন চালু করেছে
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
ফেরি সার্ভিস এখনও বন্ধ থাকবে
দুর্গত এলাকায় যাবে ১ লাখ ৪৭ হাজার ত্রিপল। যার মধ্যে ৭হাজার ২২৪টি বিলি করা হয়েছে
জেলাগুলির জন্য ১ কোটি ২৫ লাখ টাকার ত্রাণ পাঠানো হচ্ছে।
রবিবার রাত অবধি সরকারি হিসাবে বুলবুল তাণ্ডবে মৃতের সংখ্যা ৭। যদিও বেসরকারি মতে মৃত ৯। এর মধ্যে উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৫ জনের। যার মধ্যে গাছ চাপা পড়ে ৪জনের, দেওয়াল চাপা পড়ে ১জনের। দক্ষিণ ২৪পরগণায় জলে ডুবে মৃত্যু হয়েছে ১ জনের। পূর্ব মেদিনীপুরে গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১জনের।





























































































































