নাম শেফালি বর্মা। বয়স ১৫ বছর ২৮৫ দিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪৯ বলে করলেন ৭৩ রান। ৩০ বছর আগে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর করেছিলেন এই রেকর্ড। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ বছর ২১৪ দিনে হাফ সেঞ্চুরি করেন শচীন। সেই রেকর্ড ভাঙলেন শেফালি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে করলেন হাফ সেঞ্চুরি। যদিও শেফালির আগে মহিলা ক্রিকেটে এই রেকর্ড ছিল আরব আমির শাহির কে ইগোডেজের। তিনি ১৫ বছর ২৬৭ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেন। এদিন ক্যারনিয়ানদের বিরুদ্ধে স্মৃতি মান্ধানার সঙ্গে শেফালি প্রথম উইকেটে ১৪৩ রানের পার্টনারশিপ করেন, সেটিও একটি রেকর্ড। যে রেকর্ড ছিল ভারতের কামিনী আর পুনম রাউতের।































































































































