স্থলভাগে আছড়ে পড়ল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 120 থেকে 130 কিলোমিটার। সাগরদ্বীপে প্রবল বেগে ঝড় বইছে। সমুদ্র উত্তাল। বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। কোথাও আবার বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ ভেঙে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম, নয়াচরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।





























































































































