ছুটির দিনে রায়, নিরাপত্তা বাড়ল সুপ্রিম কোর্টে

0
4

কিছুটা আচমকা ও অপ্রত্যাশিতভাবে শনিবার ছুটির দিনেই অযোধ্যা মামলার রায় ঘোষণা করছে সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতের আগে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি আজই রায় ঘোষণা হবে। সম্ভবত যে কোনও অশান্তির চেষ্টাকে রুখতেই সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও ডিজির কাছ থেকে নিরাপত্তা বন্দোবস্ত সম্পর্কে জেনে নেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এদিন রায় ঘোষণার আগে আঁটোসাটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট চত্বর। এক নম্বর কোর্ট রুমে রায় ঘোষণার সময় মামলাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কারুর প্রবেশ নিষেধ। রায় ঘোষণা উপলক্ষ্যে আজ থেকে সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি।