৫ বিচারপতি সর্বসম্মত হয়ে রায় দিচ্ছেন

0
4

সর্বসম্মতিতেই অযোধ্যা মামলার রায়। অর্থাৎ ৫ বিচারপতি রায় নিয়ে একমত বা সহমত হয়েছেন। প্রধান বিচারপতি বলেন, কবে মসজিদ হয়েছিল তাতে কিছু যায় আসে না। কারওর বিশ্বাস অন্যের অধিকারে আঘাত না করে। নির্মোহী আখড়ার দাবি খারিজ করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক নম্বর ঘরে রায় দান। মামলার সঙ্গে যুক্তদেরই আদালতে প্রবেশের নির্দেশ। টানা ৪০ দিনের শুনানির পর এই রায়।