গগৈকে জেড প্লাস নিরাপত্তা

0
2

অযোধ্যা মামলার রায় বেরনোর কিছুক্ষণের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে জেড প্লাস সুরক্ষা দেওয়া হল। মামলার রায়ের গুরুত্ব বিচার করেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রধান বিচারপতি গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেবে। ১৭ নভেম্বরে অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ৪০ দিন লাগাতার শুনানি শেষ হওয়ার পরই ইঙ্গিত ছিল তাঁর অবসর নেওয়ার আগেই চূড়ান্ত রায় শোনাতে চান প্রধান  বিচারপতি।

শুক্রবার, উত্তর প্রদেশের মুখ্যসচিব এবং ডিজি-র সঙ্গে বৈঠক করেন রঞ্জন গগৈ। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।