মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে শিবসেনাকে 50:50 ফর্মূলা নিয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি বিজেপি। এবার একথা স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরিও। তাঁর ব্যাখ্যা, আমি নিজে এই বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেছি। অমিত শাহ আমাকে জানিয়েছেন, “লোকসভা ভোটের সময় জোট নিয়ে যখন কথা হচ্ছিল তখন উদ্ধব ঠাকরে বলেন বিধানসভা ভোটে 50:50 ফর্মূলা চাই। আমি তখন বলি, বিধানসভার ব্যাপার পরে দেখা যাবে। এরপর এনিয়ে কোনও কথা বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি।”একথা জানানোর পর নীতীন গডকরি বলেন, আমি আমার দলের সভাপতির কথাই বিশ্বাস করছি। পরে দেখা যাবে মানে কি প্রতিশ্রুতি দেওয়া নাকি?































































































































