শহরে ফের প্রচুর পরিমাণে মাদক উদ্ধার। গ্রেফাতার করা হয়েছে তিনজনকে। গতকাল, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আনন্দপুরে একটি গাড়ি আটকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এসটিএফ। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। ঘটনায় মেহর আলি, সেরাজুল সেখ ও ইন্দ্রজিৎ দাস নামে তিনজনকে গ্রেফাতার করা হয়েছে।






























































































































