আমি কোনও চিঠি দিইনি। যে চিঠি দেখানো হচ্ছে তা ভুয়ো। বিজেপিতে যোগ দিতে চেয়ে অমিত শাহকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের জবাব। বিতর্কিত বিধায়কের আরও দাবি, তিনি তৃণমূলেই রয়েছেন। বিধানসভার এলাকাতেও যাচ্ছেন নানা কাজের জন্য। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি চিঠি লিখছেন, আমার সঙ্গে দেখা করছেন। আবার বলছেন আমি তৃণমূলেই আছি। আগে ঠিক করুন উনি কোথায় থাকবেন। কিন্তু তাহলে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনে তিনি কেন গিয়েছিলেন দিল্লিতে বিজেপির সদর দফতরে? তার উত্তর অবশ্য দিতে পারেননি অভিনেত্রী বিধায়ক।





























































































































