ধেয়ে আসছে ‘বুলবুল’, তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

0
5

ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এবার নাম ‘বুলবুল’। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে উপকূলবর্তী তিন জেলায় ৯-১০ নভেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নভেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ের কারনে ফের বৃষ্টির ভ্রূকুটি। উপকূলবর্তী তিন জেলা দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ৯-১০ নভেম্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দূরবর্তী জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওই ঘূর্ণিঝড়ের উপকূলের দিকে আসার সম্ভাবনা কম। সমুদ্রের উপর দিয়ে ঘূর্ণিঝড় পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে আকাশ মেঘলা হয়ে যাবে। ৯ ও ১০ নভেম্বর তিন জেলায় বৃষ্টি হবে। আর হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের কারনে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ৮নভেম্বর থেকে মৎস্যজীবীরা উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল বরাবর সমুদ্রে যেন না যান। যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে আছেন, তাদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনও তৈরি।