গঙ্গায় মদের বোতল ভাসালেন বৃদ্ধ, কিন্তু কেন?

0
3

জয় মা গঙ্গা। জয় মা। এই বলে মদের বোতল খুলে রাম, হুইস্কি, ভদকা সব গঙ্গায় ঢেলে বোতলগুলিও জলে ভাসিয়ে দিলেন এক বর্ষীয়ান। বুধবার বিকেলে। বাবুঘাটে। পাশ থেকে ছেলের বয়সী একজন বাড়িয়ে দিচ্ছিলেন বোতল। কিন্তু কেন? পুজোর উপাচার? মনে হল না কারুরই। তাহলে কি মদ ছাড়লেন? বোতল প্রথমে মাথায় ঠেকিয়ে তারপর জলে। তবে খুব দামি বোতল নজরে পড়ে নি। প্রশ্ন উঠেছে তিনি যখন গঙ্গায় মদ ঢেলে দিলেন, তখন তিনি মদ খেয়ে ছিলেন নাকি না খেয়ে? কেন এই অদ্ভুত কান্ড? তিনি একটি কথাও না বলে সটান চলে যান। গঙ্গার ঘাটে চলতে থাকে নানা সরস আলোচনা।