ডেঙ্গুতে দুই মৃত্যু, জ্বর ছড়াচ্ছে, আতঙ্ক

0
3
রুনু বিশ্বাস

বেশ কিছু এলাকায় ডেঙ্গু ছড়াচ্ছে। কদিন আগে দক্ষিণেশ্বরে এক গৃহবধূ প্রয়াত। এবার এক মহিলা পুলিশ। সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন তিনি। রুনু বিশ্বাস আমহার্স্ট স্ট্রিট থানায় কর্মরত ছিলেন। মারা গেলেন হাওড়ার কেয়া গোস্বামী। বয়স 26। এসব এলাকা ক্ষোভে ফুটছে। ডেঙ্গু রুখতে এলাকায় যথেষ্ট ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। পুরকর্মীদের ঘিরে বিক্ষোভও হয়েছে।