আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২০১৯-২০ হিরো আই লিগ টুর্নামেন্ট। বহু টালবাহানার পর অবশেষে আজ বুধবার সম্পূর্ণ না হলেও বেশ কিছু ম্যাচের সূচি প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ৩০ নভেম্বর আইজল এফসি’র বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। একই দিনে অন্য ম্যাচে গোকুলাম কেরালা নামছে নেরোকার বিপক্ষে।
অন্যদিকে, ৩ ডিসেম্বর রিয়েল কাশ্মীরের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। এবারের আই লিগের প্রথম কলকাতা ডার্বি হবে ২২ ডিসেম্বর। এই ম্যাচে মুখোমুখি হবে। ফিরতি ডার্বি হবে ১৫ মার্চ, ২০২০। তবে টেলিভিশনে এই খেলা দেখা যাবে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।