দিল্লি দূষণ নিয়ে রাজনৈতিক চাপাউতোর চলছেই। এর মধ্যেই বিচিত্র নিদানও দিচ্ছেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। এবার দূষণ নিয়ে পাকিস্তান আর চিনকে কাঠগড়ায় তুললেন বিজেপির এক নেতা। তাঁর অভিযোগ, ভারতে বিষাক্ত গ্যাস ছেড়েছে পাকিস্তান আর চিন। উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদার অভিযোগ, ওই দুই দেশ ভারতকে ভয় পাচ্ছে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে দূষিত করতে চাইছে দেশের বায়ু। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানাকে ফসল পোড়ানোর জন্য দায়ী করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিন্দাও করেছেন তিনি।