শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল না সমাধান, রাস্তা ছেড়ে পার্কে অবস্থানে শিক্ষকরা

0
4

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান। নিজেদের অবস্থানে অনড় প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা। বাঘাযতীন মোড় থেকে সরে পাশের সলিল চৌধুরী পার্কে অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা।
বুধবার, বেতনের দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে মিছিল করে যেতে চান প্রাথমিকের শিক্ষকশিক্ষিকারা। কিন্তু বাঘাযতীন মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়েন তাঁরা। একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর বাড়িতে দেখা করতে যায়। কিন্তু সেই বৈঠকেও অচলাবস্থা কাটেনি। পার্থ চট্টোপাধ্যায় জানান, রাস্তায় বসে পড়াটা কোনও পন্থা হতে পারে না। তিনি আশ্বাস দেন, আন্দোলনকারীদের দাবি সরকার শুনবে কিন্তু সেটা সঠিক জায়গায় বলতে হবে। এরপর নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা। সাধারণ মানুষের সমস্যার কথা মেনে তাঁরা বাঘাযতীন মোড় থেকে অবস্থান সরিয়ে নিয়ে যান পাশের সলিল চৌধুরী পার্কে। সেখানেই তাঁরা খোলা আকাশের নীচে অনির্দিষ্টকাল অবস্থান চালিয়ে যাবেন বলে জানান।

আরও পড়ুন – প্রশ্নপত্র গুজরাতিতে হলে, বাংলাতেও হতে হবে, দাবি মুখ্যমন্ত্রীর