জরুরি তলব পেয়ে মঙ্গলবার রাতেই নাগপুরে আরএসএস সদর দফতরে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাত প্রায় সাড়ে নটা নাগদ সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠকে বসেন ফড়নবিশ। ঘন্টা দেড়েক বৈঠকের পর বেরিয়ে যান বিজেপি নেতা। বৈঠক নিয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে, মহারাষ্ট্রে সরকার গঠনে অচলাবস্থা ও বিজেপি-শিবসেনা দ্বৈরথের পরিপ্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ এই বৈঠক।































































































































