শিবসেনা ভাঙতে চলেছে, ওদের 25 বিধায়ক ফড়নবিশের সঙ্গে যোগাযোগ রাখছেন!

0
3

বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের চেষ্টা করলেই ভাঙবে শিবসেনা। তখন উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতরা শত চেষ্টা করেও নিজেদের দলের ভাঙন ঠেকাতে পারবেন না। শিবসেনাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে এই ভবিষ্যতবাণী করলেন মহারাষ্ট্রের নির্দল বিধায়ক রবি রাণা। অমরাবতী জেলার বাদনেরা কেন্দ্রের এই বিধায়ক বলেছেন, শিবসেনার অন্তত 25 জন বিধায়ক দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাঁরা চান বিজেপির দেবেন্দ্র ফড়নবিশই ফের মুখ্যমন্ত্রী হোন। শিবসেনার শীর্ষ নেতৃত্ব বিজেপির সঙ্গে বিচ্ছেদ ঘটালে এরা সরাসরি বিজেপির পাশে দাঁড়াবেন। কারণ বিজেপির সমর্থন ছাড়া এই বিধায়করা নিজেদের কেন্দ্রে জিততে পারতেন না।

নির্দল বিধায়ক রবি রাণা তোপ দাগেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে। বলেন, উনি তো শারদ পাওয়ারের তোতাপাখি হয়ে কাজ করছেন! উদ্ধব ঠাকরে কোথায়? তিনি কেন অমিত শাহ ও ফড়নবিশের সঙ্গে কথা বলে সমস্যা মেটাচ্ছেন না?