শেষ হতে গিয়েও যেন জট কাটতে চাইছে না মহারাষ্ট্রে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দুই দলের খেয়োখেয়ির জেরে ফল ঘোষণার বারোদিন পরেও সরকার গঠন করা যায়নি দেশের অর্থনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র বলে পরিচিত এই রাজ্যে। বিজেপির চেয়ে আসনসংখ্যায় বহু পিছিয়ে থেকেও 50:50 ফর্মূলা ও মুখ্যমন্ত্রিত্বের দাবিকে কার্যত ইগোর লড়াইয়ে নিয়ে গিয়েছে শিবসেনা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্পষ্ট করে দিয়েছেন মতাদর্শগত কারণে তাঁর দল শিবসেনাকে সমর্থন করবে না। শিবসেনার শেষ ভরসা এখন শারদ পাওয়ার। তাঁর দল এনসিপি মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক হলেও শিবসেনার প্রশ্নে জাতীয় রাজনীতির থেকেও মারাঠা জাত্যভিমানকে প্রাধান্য দিচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ার। তবে এজন্য শিবসেনার সামনে পাল্টা শর্তও রাখা হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার শিবসেনা নেতাদের কাছে পাওয়ার বার্তা দিয়েছেন, এনসিপির সমর্থন পেতে হলে বিজেপির সঙ্গে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করতে হবে। অর্থাৎ এনডিএ ছাড়তে হবে শিবসেনাকে। এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত শিবসেনার সাংসদ ও একমাত্র পূর্ণমন্ত্রী অরবিন্দ সাওয়ান্তের। শিবসেনা এনডিএ ছাড়লে তবেই পরবর্তী পদক্ষেপ।