৪২-এ ৪২ টি ডিম খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির

0
7

ডিম খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ৪২ বছরের এক ব্যক্তি। ব্যাস। আর অঘটন কে আটকায়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে মৃত্যু হল সুভাষ যাদবের।

চ্যালেঞ্জটি ছিল একসঙ্গে খেতে হবে ৫০ টি ডিম। যে পারবে সে পাবে ২ হাজার টাকা। চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশ জৌনপুরের বাসিন্দা সুভাষ যাদব। কিন্তু পরপর ৪১ টি ডিম খাওয়ার পর ৪২ নম্বর ডিমটি মুখে তুলতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি। এরপর স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তিনি আর বাঁচেননি। পুলিশ সূত্রে খবর, সোমবার তিনি জৌনপুরের বিবিগঞ্জ বাজারে যান। সেখানে তাঁর এক বন্ধু বাজি ধরেন, কেউ যদি একসঙ্গে ৫০ টি ডিম খেতে পারে, তিনি ২ হাজার টাকা দেবেন। সুভাষ ডিম খেতে খেতে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয়রা প্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অ ব মেডিক্যাল সায়েন্সেসে রেফার করা হয়। সেই হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে তিনি মারা যান। ডাক্তাররা জানিয়েছেন, অতিরিক্ত খাদ্যগ্রহণই তাঁর মৃত্যুর কারণ।

আরও পড়ুন-গুরুজনরা সব সময়েই বেশি কথা বলেন, রাজ্যপাল প্রসঙ্গে কটাক্ষ পার্থর