রাজ্যপালকে দিয়ে কোনওরকম মন্তব্য নয়। এবার বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার শিক্ষামন্ত্রী অন্যভাবে রাজ্যপালের সমালোচনা করলেন। বললেন উনি গুরুজন মানুষ। গুরুজন মানুষরা সব সময়েই কথা বলেন। বেশি গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই। গুরুজনরা অনেক কথা বলেন সব কথার উত্তর দিতে নেই। সব কথার উত্তর দেওয়া যায় না। এ প্রসঙ্গে ৪৮ঘণ্টা আগেই তৃণমূল মহাসচিব বলেছিলেন রাজ্যপালের মুখটা সরিয়ে নিলে দিলীপ ঘোষকে দেখতে পাবেন। সে কথা মনে করিয়ে দিলে পার্থ বলেন, আমি সে কথা ফিরিয়ে নিচ্ছি না বরং আবার সেই কথাই বলছি। আপনারাই দেখুন না, যে কথা দিলীপবাবু বলছেন, সেই একই কথা রাজ্যপাল বলছেন। আপনাদেরকে বলছি রাজ্যপাল নিয়ে আমাকে কোন মন্তব্য করতে বাধ্য করবেন না।
আরও পড়ুন-চুরির পরে গ্যাস বুকিং-এর টাকা, সিমকার্ড ফেরৎ দিল ‘দয়ালু’ চোর





























































































































