মদের আসরে ঝগড়া, বন্ধুকে কী করলেন ২ তরুণ?

0
6

মদের আসরে বন্ধুদের মধ্যে ঝগড়ার জেরে প্রাণ হারাতে হল এক তরুণকে। ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার বেলতলা এলাকায়। রবিবার, স্থানীয় বাসিন্দা প্রতাপ শীল পাশের পাড়ায় বিচিত্রানুষ্ঠানে যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই প্রতাপের কোনও খোঁজ পাচ্ছিলেন না বলে অভিযোগ বাড়ি লোকেদের। সোমবার বিকেলে, বাড়ির পাশের একটি ঝোপের থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রতাপের বাবা পরিমল শীল, গোবরডাঙা থানায় দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাতে, বেলতলা এলাকা থেকে প্রদীপ কর্মকার ও চঞ্চল প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করেছেন, রবিবার স্থানীয় জঙ্গলে বসে প্রতাপের সঙ্গেই মদ্যপান করছিলেন তাঁরা। সেই সময় তাঁদের মধ্যে বচসা বাধে। প্রতাপকে ধাক্কা মারলে সিমেন্টের পোস্টে বাড়ি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-কলেজ শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বাস শিক্ষক মহলে