ভর সন্ধেয় ছিনতাই ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হালিশহরে। সোমবার, সন্ধে সাতটা নাগাদ হালিশহরের রামপ্রসাদ খেলারমাঠ সংলগ্ন রাস্তা দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলেত যাচ্ছিলে ঝুমা বিশ্বাস নামে এক মহিলা। অভিযোগ, সেই সময়, বাইকে চড়ে দুই দুষ্কৃতী মোবাইল ফোনটি ছিনতাই করে বাইক নিয়ে জনবহুল রাস্তা দিয়ে হালিশহর স্টেশনের দিকে চলে যায়। মঙ্গলবার, বীজপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তিনি হালিশহর নতুন বারুই পাড়ার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ার ফলেই এই ধরনের হামলা চলছে। ঘটনার তদন্তে নেমেছে বীজপুর থানার পুলিশ।
আরও পড়ুন-উপ-নির্বাচনে একুশের ট্রেলার, কালিয়াগঞ্জে দিলীপ





























































































































