মহারাষ্ট্রে দ্রুত সরকার গড়ার দাবি নিয়ে সোমবার ফের রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে শিবসেনা। ভোটের ফল বেরনোর পর এর আগে দুবার আলাদাভাবে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে গিয়েছিলেন শিবসেনার বিধায়করা। বিজেপির সঙ্গে চূড়ান্ত টানাপোড়েনের মধ্যেই আজ আবার রাজভবনে যাচ্ছেন শিবসেনার প্রতিনিধি। জানা গিয়েছে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে গিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দাবি করবেন সবচেয়ে বড় দলকে এখনই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ডাকা হোক। শিবসেনার কৌশল হল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে শিবসেনা সরকার গড়ার দাবি জানাবে। বিধানসভা ভোটের ফল বেরনোর পর গত দশদিন ধরে অচলাবস্থা চলছে মারাঠা মুলুকে। শেষ মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারির উদ্যোগ ঠেকাতে শিবসেনা সক্রিয় হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। 288 আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 জন বিধায়ক দরকার। বিজেপির জেতা আসন 105 ও শিবসেনার 56। শিবসেনার দাবি, বিজেপিকে বাদ দিয়ে তাঁরা 170 জন বিধায়কের সমর্থন পাবেন।































































































































