দিল্লিতে চালু জোড়-বিজোড়, দূষণের সর্বোচ্চ ইনডেক্স ৮০০ ছুঁল গুরুগ্রাম

0
9

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি। সোমবার দিল্লির বায়ুদূষণ সবমাত্রা ছাড়িয়ে গেল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই-এর হিসাব অনুযায়ী দিল্লির গড় দূষণ মাত্রা ৮০০। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ জানাচ্ছে সোমবার গুরুগ্রামে দূষণমাত্রা বা ইনডেক্স ছিল ৮০০, লোদি অঞ্চলে ছিল ৭০৩, দিল্লি বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে ছিল ৬৯৫। সবচেয়ে বেশি বায়ু দূষণ ইনডেক্স হয়েছে ৮০০। অর্থাৎ ভারী মাত্রায় দূষণ। পিএম মাত্রা যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে সেটিকে যথাযথ আবহাওয়া বলে ধরা হয়। আর যদি ৫০০ ছাড়ায়, তাহলে অতিমাত্রায় দূষণ বলা যায়।

দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে আজ থেকে আবার পুরোনো নিয়ম চালু হচ্ছে অর্থাৎ জোড় বিজোড় সংখ্যার গাড়ি চলাচল শুরু করে দিয়েছে আপ সরকার। উল্টো সংখ্যার কারনে এদিন সকাল থেকেই বেশ কয়েকটি গাড়ি জরিমানার কবলে পড়ে। যদিও অভিযোগ আগে থেকে খবর পাননি তাঁরা। আপাতত ১৪ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। তার মধ্যে বায়ু দূষণ কমলে এই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হবে। সকাল আটটা থেকে রাত আটটা অবধি এই নিষেধাজ্ঞা থাকবে। এই কারণে পুলিশের ২০০টি টিম তৈরি করা হয়েছে। যাদের সঙ্গে থাকছে প্রায় ৫০০০ সিভিক পুলিশ। তবে রবিবার থাকছে না এই নিষেধাজ্ঞা। ভিন রাজ্যে গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম পালিত হবে।