ছটপুজো করা নিয়ে সকাল থেকে রবীন্দ্র সরোবরে চলছে ধুন্ধুমার কাণ্ড। সরোবরের তিনটি গেট ভেঙে ঢুকেছে পুণ্যার্থীর দল। তবে তাঁরা সেখানে বাজি পোড়াচ্ছে না, বাজনারও কোনও শব্দ নেই। শুধুমাত্র তাঁরা গঙ্গায় পুজো করার জন্যই যে গিয়েছে তা কিন্তু আপাতত স্পষ্ট। রবীন্দ্র সরোবরে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাঁদের একাংশের দাবি, প্রত্যেক দিন পুলিশ সেখানে পাহারায় থাকে, কিন্তু আজ তাঁরা কেউই নেই।
ঠিক এমন সময় প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদের বিপরীত দিকে জঙ্গল পরিষ্কার করে তৈরি করা হয়েছে ছোট জলাশয়। সেখানে আজ সকালে মেয়র ফিরহাদ হাকিম ঘাট পরিদর্শনে যান। এবং ঘাট পরিদর্শনের পর সেখানে তিনি কিছু বক্তৃতাও দেন। ফিরহাদ বলেন, “আমাদের এলাকার সাধারণ মানুষরা কেন এতদূরে যাবে? তাঁরা যোধপুর পার্ক যাবে কেন? যেসব বোনেরা ছটপুজো করে তাঁরা এখানেই করবে। সেই কারণে আমাকে বলেছিল কাছাকাছি একটা জলাশয় করে দিলে ভালো হয়।” তিনি আরও বলেন যে, “দুদিনে মধ্যে সব কিছু এভাবে তৈরি হয়ে যাবে আমি এসব ভাবতেই পারিনি।” এবং শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন বাড়ির থেকে দূরে না গিয়ে বাড়ির কাছে এসে ছটপুজো করুন। সহযোগিতার জন্য এরপর তিনি বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানান।
আরও পড়ুন-রাস্তায় বেরলেই শ্বাসকষ্ট-চোখ জ্বালা, রাজধানীতে স্বাস্থ্য জরুরি অবস্থা