মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত প্রকাশ করলেন হরকা বাহাদুর ছেত্রী। দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের নাম না করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বহিরাগত প্রার্থী এসে টাকা দিয়ে লোকসভা নির্বাচনে জিতেছেন। বারাসত আদালতে এসে অভিযোগ করেন হরকা বাহাদুর ছেত্রী। তিনি বলেন, রাজু বিস্ত পাহাড় সম্পর্কে কিছুই জানেন না। কোনও কাজও তিনি করেননি বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, রাজ্য সরকারের সংস্কারমূলক কাজের প্রশংসা করেন প্রাক্তন বিধায়ক।
গোর্খাল্যান্ডের দাবিতে বরাবরই সরব হরকাবাহাদুর ছেত্রী। একসময় গোর্খা জনমুক্তি মোর্চার দূরত্ব তৈরি হয়। জন আন্দোলন পার্টি নামে আলাদা দল গঠন করেন হরকাবাহাদুর। কিন্তু তাতেও পাহাড়ের রাজনীতিতে নিজেকেই প্রাসঙ্গিক করতে পারেননি তিনি। এখন মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়ে নিজের কী অবস্থান প্রমাণ করতে চাইছেন তা নিয়েই জল্পনা।
আরও পড়ুন-নিজের ট্রাক্টারের ফলাতেই মৃত্যু চালকের





























































































































