রাস্তা থেকে কয়েনটা কুড়িয়েছিলাম, ফেরত দিলাম, শোভনকে তীব্র কটাক্ষ দিলীপের

0
6

নাম না করে শোভন চট্টোপাধ্যায়কে কড়াসুরেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর মন্তব্য, “রাস্তা থেকে একটা এক টাকার কয়েন কুড়িয়ে পেয়েছিলাম। সেটা ফেরত দিলাম”। রাজনৈতিক মহলের অভিমত, ‘এক টাকার কয়েন’ বলতে দিলীপবাবু বুঝিয়েছেন শোভন চট্টোপাধ্যায়কেই।

বঙ্গ-বিজেপির সভাপতির বক্তব্য, “আমরা জোর করে শোভনকে দলে আনিনি। সেভাবে কাউকে দলে আনাও যায়না। উনি নিজেই বিজেপিতে যোগ দিতে মরিয়া আগ্রহ দেখিয়েছিলেন। আমরা সেই আগ্রহকে সম্মান জানিয়েছিলাম, এইটুকুই।” তিনি বলেছেন, দল কোনও দায়িত্ব শোভনকে দেয়নি। সক্রিয়ভাবে দলের কাজেও উনি ছিলেন না।

স্বল্পদিনের বিজেপি-সফর শেষ করে শোভন এখন তৃণমূলের পথে। এই ঘটনাকে বিজেপির ধাক্কা হিসেবে মানতে নারাজ দিলীপ ঘোষ। তাঁর প্রতিক্রিয়া,”কোনও দায়িত্বের কথাই হয়নি ওনার সঙ্গে। দলের সক্রিয় কাজে যুক্তও ছিলেন না। বিজেপিতে আসার পর মাত্র একদিন এসেছিলেন রাজ্য দফতরে। তৃণমূলে কোনঠাসা হচ্ছিলেন, ওনার আর্জি ছিলো বিজেপি যোগ দেওয়ার। আমরা সম্মান জানিয়েছিলাম। আমি নিজে ফোন করেছিলাম। একদিনও দলের কাজে নামেননি। ভেবেছিলাম কাজ করবেন। অনেক লোক এসেছেন। চলে গেছেন। যাঁরা সুবিধা পাওয়ার জন্য এসেছিলেন, তাঁরাই চলে গিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের 14 আগস্ট দিল্লি গিয়ে ঘটা করেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।

এদিকে, রাজনৈতিক মহলের বক্তব্য, শোভন যদি সত্যিই তৃণমূলে ফিরে যান, তাহলে মুখ পুড়বে মুকুল রায়, দিলীপ ঘোষের। তাঁরাই উদ্যোগ নিয়ে শোভনকে নিয়েছিলেন বিজেপিতে। সেসময় বিজেপির আশা ছিলো, এই শোভনকে দিয়েই তৃণমূলের বড় ক্ষতি করা যাবে। কিন্তু এ যাত্রায় তা আর হচ্ছেনা সম্ভবত।