রাজ্য দার্জিলিং-এ রয়াল বেঙ্গল? তল্লাশি শুরু By EBBS Desk - November 2, 2019 0 6 FacebookTwitterPinterestWhatsApp দার্জিলিং শহরের পাশে লাটপাঞ্চারে রয়াল বেঙ্গল টাইগার দেখেছেন বলে দাবি করেছেন এক মহিলা। রাস্তা পার হয়ে জঙ্গলের দিক বদলাচ্ছিল বাঘটি। খবর পেয়ে তুমুল চাঞ্চল্য প্রশাসনে। বনকর্মীরা খুঁজছেন। পুলিশ সতর্ক। তবে এখনও কোনো প্রমাণ মেলেনি।