ফের চোরাশিকারির হাতে খুন হল একটি পূর্ণবয়স্ক গন্ডার। খোয়া গিয়েছে তার খড়্গ। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে, জলদাপাড়া অভয়ারণ্যের উত্তর রেঞ্জের ৫০ ফুট বিটের জঙ্গল থেকে ওই স্ত্রী গন্ডারটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। অভিযোগ, বুধবার বিকেলে ৫০ ফুটের জঙ্গলে পরপর দুটি গুলির শব্দ শোনেন বনকর্মীরা। তারপরই ওই এলাকায় তল্লাশি শুরু হয়। খড়্গহীন গন্ডারের দেহটি জঙ্গলে পড়ে থাকতে দেখেন তাঁরা। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল জানান, গন্ডারটির মাথায় ও শরীরের একদিকে দুটি গুলির ক্ষত মিলেছে। অনুমান, গুলি করে হত্যা করে গন্ডারটির খড়্গ কেটে নিয়ে গিয়েছে চোরাশিকারিরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ।
গত বছর ফেব্রুয়ারিতে শেষ জলদাপাড়ায় চোরাশিকারিদের হাতে গন্ডার খুনের ঘটনা ঘটে। বনমন্ত্রী ব্রাত্য বসু জানান, আগের থেকে চোরাশিকারিদের দৌরাত্ম্য অনেক কমানো গিয়েছে।





























































































































