দিল্লিতে জার্মান চ্যান্সেলর, মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে হবে আলোচনা

0
17

ভারত সফরে এসেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। শুক্রবার নয়াদিল্লিতে নেমেই তিনি একের পর এক কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সূত্রের খবর, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই কাশ্মীর প্রসঙ্গ নিয়ে দুই নেতার আলোচনা হবে। নিশ্চিতভাবেই সেই আলোচনায় কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসবে, উঠে আসবে ৩৭০ ধারার বিষয়টিও। জার্মান চ্যান্সেলরের এই সফরে ভারত জার্মানির মধ্যে প্রায় ২০টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আজ, শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন জার্মান চ্যান্সেলর। এই নিয়ে এ বছরে ভারত জার্মানির মধ্যে এটি পঞ্চম বৈঠক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও তাঁর বৈঠক হবে।

আরও পড়ুন-পুচুর সন্ধানে ২ হাজার টাকা পুরস্কার ঘোষণা