নারদকাণ্ডে চার্জিশিট পেশে এবার লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ, সেই চার্জশিটে নাম রয়েছে তিন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদারের। নারদ স্ট্রিং অপারেশনে যে ভিডিও সামনে আসে তার ভিত্তিতেই তদন্ত শুরু করে সিবিআই (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ)। এই কাণ্ডে যাঁদের নাম জড়ায় তার মধ্যে রয়েছেন এই তিন সাংসদও। ইতিমধ্যেই নারদ মামলায় প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেক রাজনৈতিক ব্যাক্তিত্বকেই। এবার এই মামলার চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। সূত্রের খবর, যেহেতু চার্জশিটে তিন সাংসদের নাম রয়েছে, তার জন্যে লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছে তারা।





























































































































