পালিয়েও বাঁচতে পারলেন না জাহিরুদ্দিন। কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় আহত শ্রমিকেরও মৃত্যু হল হাসপাতালে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হল ৬।
মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে কুলগামে কাজ করতে যাওয়া ৬ শ্রমিককে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। ওই হামলাতেই গুলি লাগে জাহিরুদ্দিনেরও। কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই জাহিরুদ্দিনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন-রাজ্যের 5 শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্তব্ধ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী, পাশে দাঁড়ালেন অধীর






























































































































