সলমন খান নিজেই এখন ইন্ডাস্ট্রি। কম বয়সে যদি বা একটু অ্যারোগ্যান্ট ছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ব্যবহারে এসেছে অদ্ভুত এক পরিবর্তন। এখন তাঁর ফ্যানেদের সঙ্গে ব্যবহার রীতিমতো মিডিয়ার খবর। এই যেমন ছোট এই মেয়েটি। সামান্য সেল্ফি তুলতে চেয়েছিল। সলমন শুধু তাকে কাছে ডেকে নিলেন তাই নয়, কথাও বললেন অনেকক্ষণ ধরে। মুহূর্তে সে ছবি ছড়িয়ে পড়ল বলিউডি দুনিয়ায়।




























































































































