কুলগামে জঙ্গি হামলায় নিহতরা মুর্শিদাবাদের বাসিন্দা

0
4

জম্মু ও কাশ্মীরে ইউরোপিয়ান ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল থাকা অবস্থাতেই কুলগামে জঙ্গি হামলা। এলোপাথাড়ি গুলিতে নিহত এরাজ্য থেকে যাওয়া পাঁচ শ্রমিক। আরও এক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  কাজের সূত্রে উপত্যকায় গিয়েছিলেন ওই তাঁরা। কিছুদিন ধরেই কুলগ্রামের ওই জায়গায় ক্যাম্প করে থাকতে শুরু করেছিলেন মুর্শিদাবাদের ওই ছয় শ্রমিক। মঙ্গলবার তাঁদের ক্যাম্পে হানা দেয় জঙ্গিরা। সূত্রের খবর, প্রথমে তাঁদের অপহরণ করা হয়, এরপর গুলি করে হত্যা করা হয় পাঁচজনকে। পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন একজন। নিহত পাঁচজনের মধ্যে এখনও পর্যন্ত তিনজনের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন, শেখ কামরুদ্দিন, শেখ মহম্মদ রফিক এবং শেখ মুরনসুলিন। আহত জাহিরুদ্দিনকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবার সিং জানান, ঘটনায় পাক মদত রয়েছে। পুলিশ সূত্রে খবর, কুলগামের যেখানে এ দিন হামলা হয় সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর মোতায়েন বাড়ানো হয়েছে। এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চলছে।