ভাইফোঁটা তো অনেকে অনেক রকম ভাবে পালন করে থাকে। কিন্তু এ এক অন্য রকম ভাইফোঁটা। আরোগ্য কামনায় ভাইফোঁটা। আজ অর্থাৎ মঙ্গলবার ‘বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব’ আয়োজন করেছিল এক ‘গন ভাইফোঁটার’। সেখানে ক্লাবের সদস্যদের ফোঁটা দিয়েছিল অনাথ আশ্রমের আবাসিকরা। সদস্যদের ফোঁটা দেওয়ার পর উপহার হিসেবে অনাথ আশ্রমের আবাসিকরা পেয়েছে ক্যাডবেরি সেলিব্রেশান এছাড়াও ক্লাবের কিছু কিছু সদস্যরা উপহার হিসেবে টাকাও দিয়েছেন। এই উপহার পেয়ে তারা বেজায় খুশি। আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়ারও। খবারের মেনুতে ছিল কচুরি আলুরদম এবং মিষ্টি। ছোট ছোট শিশুদের দেখে মনে হচ্ছিল আজ এই রকম একটা অনুষ্ঠানে আসতে পেরে সবাই খুব খুশি।
































































































































