ভাইফোঁটার দুপুরে খবর, বৈশাখীকে নিয়ে মমতার বাড়ি গেছেন শোভন।
উপলক্ষ্য ভাইফোঁটা, তাহলে আলাদা লক্ষ্য আছে না কি?
বিজেপি দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে মমতার সরকার ফেলার ডাক দেওয়ার পর মমতার বাড়িতে শোভন-বৈশাখীর যাওয়া স্বাভাবিক নয়।
সূত্রের খবর, মধ্যস্থ পার্থ চট্টোপাধ্যায়। আগের দিন তাঁর বাড়ি যান বৈশাখী। সেখানেই সলতে পাকানো হয়।
পার্থবাবুর ঘনিষ্ঠমহলের খবর, দুটি বিষয় গুরুত্বপূর্ণ।
এক, বিজেপিতে অস্বস্তিতে শোভন। দলে ফিরতে চান। বৈশাখীকেও শিক্ষক সংগঠনের পদ দেওয়া হতে পারে।
দুই, সারদাকান্ডে শোভনকে সিবিআইয়ের জেরা সংক্রান্ত বিষয়।
তবে এ নিয়ে কোনো তরফেই কিছু বলা হয় নি।
রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়াও মেলেনি।
আরও পড়ুন-আশীর্বাদী খাম আর মিষ্টিমুখে ভাইফোঁটা বিদ্যুৎমন্ত্রীর





























































































































