রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। 2 রাজ্যে বিধানসভা নির্বাচন এবং দেশ জুড়ে উপনির্বাচনগুলিতে আশানুরূপ ফল না হওয়ায় রাজ্যের 3 কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সতর্ক বিজেপি। দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করেছে তারা। সূত্রের খবর, নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচনে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করতে চান দিলীপ ঘোষ।
শনিবার দলের নির্বাচনী বৈঠকে জয়প্রকাশকে প্রার্থী করার প্রস্তাব দেন বিজেপির রাজ্য সভাপতি। এই প্রস্তাব সর্বসম্মত ভাবে পাশ হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই দিল্লিতে নাম পাঠিয়েছে নির্বাচনী কমিটি। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রেও ভূমিপুত্র উপর ভরসা রাখতে চান দিলীপ ঘোষ। এক্ষেত্রে প্রেমচাঁদ ঝায়ের নাম গিয়েছে দিল্লিতে।
তবে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে প্রার্থী ঠিক করতে পারেনি রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি।





























































































































