মোদির দফতরে এক কোটি চিঠি পাঠাবে বঙ্গ-বিজেপি!

0
2

আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দফতর ভরে যাবে প্রায় কোটিখানেক চিঠিতে। আর প্রধানমন্ত্রীকে এই চিঠি-বিড়ম্বনায় ফেলছেন তাঁরই দলের পশ্চিমবঙ্গের সহকর্মীরা। নাগরিকত্ব বিল পাসের দাবিতেই এই চিঠি পাঠাচ্ছে বঙ্গ বিজেপি। রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, নির্দেশ অবশ্যই দলের সভাপতি অমিত শাহর। সংসদের শীতকালীন অধিবেশনের আগেই দলের সভাপতির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে তৈরি বিজেপি। সায়ন্তন জানান, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা মোর্চা একাই ২০-২৫ লক্ষ চিঠি পাঠানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সায়ন্তন জানান, শরণার্থীদের যাতে নাগরিকত্ব পেতে কোনও অসুবিধা না হয়, সেই কারনে প্রতিদিন শরণার্থীদের দিয়ে এক লক্ষ চিঠি পাঠানো হবে। নভেম্বরে সাংগঠনিক নির্বাচন শেষ হয়ে গেলেই এই চিঠি-অভিযানে নামবে বিজেপি।