সিবিআই-এর নজরে সীমান্তে গরু পাচার

0
2

সীমান্তে গরু পাচার রুখতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া রিপোর্টের ভিত্তিতে তৎপর হয়েছে সিবিআই। বিএসএফের রিপোর্টে অভিযোগ, পাচার চক্রে যুক্ত প্রশাসনিক আধিকারিকরাও। এমনকী, কয়েকজন রাজনৈতিক নেতার জড়িত থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে সম্প্রতি বিএসএফের তরফে সিবিআই-এর কাছে অভিযোগ জানানো হয় যে, ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছু জায়গা গরু পাচার হচ্ছে সংগঠিত উপায়ে। রীতিমতো পরিকল্পনা মাফিক চলছে এই পাচার। যার নেপথ্যে আন্তর্তজাতিক চক্র রয়েছে বলেই অনুমান সিবিআই-এর।

অভিযোগ পেয়েই ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রাথমিক রিপোর্টে জানানো হয়, এই ইস্যুতে দিল্লিতে এফআইআর দায়ের করা হতে পারে। সূত্রের খবর, সেই প্রস্তুতিও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন – গারুলিয়া পুরসভাও এলো জোড়াফুলের দখলে