সারদাকান্ডে শোভনকে জেরা সিবিআইর

0
5

সারদাকান্ডে শোভন চট্টোপাধ্যায়কে জেরা করল সিবিআই। বৃহস্পতিবার। শোভনের সঙ্গে সিজিওতে যান বৈশাখীও। তবে জেরার সময় তিনি বাইরে ছিলেন। দুদফায় তিন শীর্ষকর্তা শোভনকে জেরা করেন। মূলত চারটি নির্দিষ্ট বিষয় নিয়ে শোভনকে জেরা করা হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের রণনীতি, জেলায় যাচ্ছে বার্তা