তৃণমূল কংগ্রেসের নতুন কিছু রণনীতি ঠিক হয়েছে। জেলাস্তরে বার্তা যাচ্ছে।
1) বিজেপি কোনো এলাকায় গাজোয়ারি করতে এলেও নিজেরা পাল্টা কিছু করা যাবে না। নেতৃত্ব রাজনৈতিক পথে মোকাবিলা করবেন। পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোনো প্ররোচনায় পা নয়। যাতে গন্ডগোল বাড়িয়ে কেউ সুযোগ না নিতে পারে।
2) পুজোর পরই ” দিদিকে বলো” কর্মসূচি আরও বাড়াতে হবে। এর সুফল আসছে। সেই সুফল ও জনসংযোগ আরও বাড়াতে হবে।
3) পুরপিতাদের প্রতিটি এলাকায় পরিষেবা আরও নিবিড় করতে হবে।
4) দলের সকলকে দলের সবরকম কর্মসূচিতে অংশ নিতে হবে। অনুপস্থিত থাকা যাবে না।
5) রাজ্যপালের অতিসক্রিয়তাতে সবসময় পাল্টা জবাব দেওয়া যাবে না। উপেক্ষা করতে হবে। দরকারে শীর্ষনেতৃত্ব যেটুকু বলার বলবেন।
আরও পড়ুন-হরিয়ানায় কিং মেকার হচ্ছে জেজেপি?





























































































































